শীর্ষ নায়ক শাকিব খান দীর্ঘদিন করোনার কারণে গৃহবন্দী থাকার পর অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ ছবির মধ্যে দিয়ে শুটিংয়ে ফিরেছেন।
চলতি মাস (সেপ্টেম্বর) শুরু থেকে চলছে ‘নবাব এলএলবি’র শুটিংয়ের দৃশ্যধারণের কাজ। যদিও ছবির নায়ক শাকিব শুটিংয়ের মাঝে এসে অংশ নেন। তবে শাকিবের আগে ছবির দুই নায়িকা মাহিয়া মাহি ও স্পর্শিয়া শুটিংয়ে অংশ নেন। বর্তমানে ছবির দুই নায়িকা কে নিয়ে শাকিব খান করছেন ‘নবাব এলএলবি’র শুটিং।
এদিকে গতকাল ১৬ সেপ্টেম্বর থেকে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছবিটির শুটিং চলছে বলে জানিয়েছেন ছবির নির্মাতা অনন্য মামুন। বেশ কিছু লোকেশনে শুটিং হয়েছে ‘নবাব এলএলবি’র শুটিংয়ের কাজ।
মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়াসহ নায়ক শাকিব খানকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুটিং নিয়ে অনন্য মামুন জানান, কাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুট করছি। এখানকার পরিবেশও চমৎকার। কাজ করতে এসে খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে। বিশেষভাবে বলতে হয় আমার ছবির শিল্পীরা খুবই পরিশ্রম করছেন ছবিটির জন্য। শাকিব খান নিজে শুটিং স্পটে চলে আসছেন নির্ধারিত সময়ের আগেই।
উল্লেখ্য, এ ছবির মধ্যে দিয়ে দীর্ঘ সাত বছর পর জুটি হলেন শাকিব ও মাহি। এর আগে তারা প্রথম জুটি বাধেঁন পি এ কাজলের ‘ভালোবাসা আজকাল’ ছবিতে।